- ঘি আমাদের ভারতীয় উপমহাদেশীয় এলাকার রসনায় এক অতি গুরুত্বপূর্ণ উপাদান।
পোলাও, তেহারী,বিরিয়ানি সহ নানা আইটেম রান্নায় ঘি খাবারের স্বাদ ও গন্ধ করে তোলে অতুলনীয়।
কিন্তু সর্বত্র ভেজালের এই দেশে খাঁটি ঘি খুঁজে পাওয়া অনেকটা আমবস্যার চাঁদ হাতে পাওয়ার মতো। লোকাল পণ্য থেকে নামী দামি ব্র্যান্ড সব পণ্যই ভেজাল, তারা ঘি তৈরিতে ব্যবহার করে ডালডা সহ নানা ক্ষতিকর রাসায়নিক।
এমনঅবস্থায় ঘি প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো "বাথান ডেইরী " নামক এক অনলাইন শপ।
আপনারা এই শপ থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারেন সম্পূর্ন বাসায় তৈরি অসাধারণ স্বাদ ও গন্ধের এই ঘি।
এই ঘি খাওয়ার পর আপনি সত্যিকারের ঘি এর স্বাদ পাবেন, যেমন আপনি পেয়েছিলেন ছোটবেলায় নিজের বাসায় তৈরি ঘি তে!
আমি নিজে যখন অর্ডার করলাম ২৫০ গ্রাম, বাসায় এনে খাওয়ার পর আমি মুগ্ধ হয়ে যাই!
এই ভেজালের যুগে খাঁটি পণ্য সরবরাহের জন্য বাথান ডেইরী কে ধন্যবাদ ও শুভ কামনা।
আশা করছি অচিরেই তারা বাংলাদেশের নাম্বার ১ ঘি ব্র্যান্ডে পরিণত হবে।
ঘি অর্ডার করুন তাদের ফেসবুক পেজে
Page link : https://www.facebook.com/BathanDairy/
Phone: +880 1723-594545
Comments
Post a Comment