(এই ব্লগ টি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দের জন্য।)
আমরা অনেকে ওয়াইন/বিয়ার/হুইস্কি ইত্যাদি পান করতে চাই। কিন্তু জানি না কোথা থেকে কিনতে পারবো।
লিস্টের শপ বা বার থেকে আপনি কিনতে পারবেন যে কোন মদ। কিন্তু বৈধ ভাবে মদ্যপান করতে হলে অবশ্যই আপনাকে পারমিট নিতে হবে। কিভাবে পারমিট নিতে পারবেন সে বিষয়ে অন্য কোন ব্লগে লিখবো।
তো চলুন জেনে নিই কোথা থেকে কিনতে পারবেন সকল প্রকার বিদেশী মদ।
ঢাকায় মদের দোকান এর তালিকাঃ
হোটেল পূর্বানী (মতিঝিল): এটি একটি বার। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
হোটেল শিছিরা: দৌলতখান,
পশ্চিম রামপুরা।
কচি কর্নার (গুলিস্থান): রমনা ভবন কাপড়ের মার্কেটের পেছনে এর অবস্থান। এখানে শুধুমাত্র দেশীয় পানীয় পাওয়া যাবে।
সালিমার: (তেজগাঁও থানার পাশে)
DPL (গ্রীনরোড): পানি ভবনের অপজিটের বিল্ডিংয়ে
DPL: (জুড়াইন পোস্তগোলা)
নাইটেংগেল বার (নয়াপল্টন): এর অবস্থান একেবারে স্কাউট ভবনের পাশে। এখানে দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
ডিম্পল রেস্টুরেন্ট এ্যান্ড বার : কুড়িল বিশ্বরোড, ঢাকা
যমুনা ফিউচার পার্ক এর রোড দিয়ে যেতে একদম প্রথম দিকে রাস্তার ডান পাশে, মোটামুটি রিজনেবল প্রাইস, পার্সেল এর জন্য বেস্ট কারণ বার এর পরিবেশ বসার মতো না।
পিয়াসি রেস্টুরেন্ট এন্ড বার (মগবাজার): এর অবস্থান মগবাজার মোড় থেকে রেল গেইট এর কাছাকাছি। এখানে দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
গোল্ডেন ড্রাগন রেস্টুরেন্ট এন্ড বার (ইস্কাটন রোড): এর অবস্থান মগবাজার মোড় থেকে বাংলামটর মোড় এর কাছাকাছি সোহাগ কমিউনিটি সেন্টারের অপজিটের গলিতে। এখানে দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
ক্যান্টন রেস্টুরেন্ট এ্যান্ড বার: রামপুরা
ধানমন্ডি ক্লাব : বসুন্ধরা সিটির পাশে
Thai recreation: Mirpur-12.
K N B-Gulshan-2: opposite United hospital
শ্যলে বার (বাংলামটর মোড়): এর অবস্থান বাংলামটর মোড় থেকে হাতিরপুল যাবার রোডের মেইন রাস্তার কর্নারের বিল্ডিংটির ৩য় তলাতে। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
Lakeview Restaurant & Bar.
Gareeb-e-Newaz Avenue, Sector-13,Uttara,Dhaka
Korean Club : Gulshan ২
Thai Club: Mirpur 12
পিকক বার (শাহবাগ): এর অবস্থান শাহবাগ এর হোটেল রুপসী বাংলার অপজিটের গলিতে। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
সাকুরা রেস্টুরেন্ট এন্ড বার (শাহবাগ): এর অবস্থান শাহবাগ এর হোটেল রুপসী বাংলার অপজিটের মার্কেটের ২য় তলাতে মার্কেটের ভেতর অথবা পেছন দিক দিয়ে প্রবেশ করা যাবে সেখানে। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
গ্যলাক্সি রেস্টুরেন্ট এন্ড বার (নিউমার্কেট): এর অবস্থান ঢাকা কলেজ এর ঠিক অপজিট সাইটে। তবে এটি সর্বদাই প্রচুর ভীড় থাকে। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
এ্যরাম বার (শুক্রাবাদ): এর অবস্থান ধানমন্ডি ৩২ নম্বর রোডের বিপরীত পাশে, আরো সহজ হল- 'নিউ মডেল ইউনিভার্সিটি কলেজের' পাশে। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
রেড বাটন (ফার্মগেট): এর অবস্থান ফার্মগেট থেকে বিজয় সরণী যাবার রোডের ডান দিকে। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
রুচিতা রেস্টুরেন্ট এন্ড বার (মহাখালি): এর অবস্থান মহাখালি থেকে গুলশান রোডের মাঝামাঝি। তিতুমীর কলেজের অপজিট সাইটে। মধ্যম পরিবেশের এই বার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কতৃক পরিচালিত তাই পানীয়ের দাম নাগালের মধ্যেই। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
হোটেল জাকারিয়া বার (মহাখালি): এর অবস্থান মহাখালি থেকে গুলশান রোডের মাঝামাঝি। সরু একটি গলির মধ্য দিয়ে এখানে প্রবেশ করতে হয়। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
নেস্ট বার (রাজলক্ষী): এই তো সেদিন এর জন্ম কিন্তু ঢাকা শহরে এদের আরো ৪ টি বার রয়েছে। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
সিটি রেস্টুরেন্ট এন্ড বার (হাউস বিল্ডিং): হাউস বিল্ডিং থেকে আব্দুল্লাহপুর যাবার পথে হাতের বাম পাশে এর অবস্থান। এদের ও ঢাকা শহরে এদের আরো ৪ টি বার রয়েছে। দেশী বিদেশী পানীয় পাওয়া যায়।
পূর্বাশা বার: ফুলবাড়িয়া র এইদিকে!
অনুভূতি বার: কাকরাইলে রাজমনি সিনেমাহলের পাশে হসপিটাল আছে অইটার উপরে!
এছাড়া ঢাকাতে অনেক বার রয়েছে। যার মধ্যে অন্যতম:
চকলেট বার, ধানমন্ডি।
Seoul Resturant Limited: কাজীপাড়া/শেওঁড়াপাড়া। মিনিস্টার শো রুমের পাশে!
ব্লু মুন ক্লাবঃ বনানী।
ল্যা ডিপ্লোম্যাটঃ গুলশান - ১।
লাউন্জ সিক্সঃ মিরপুর রোড।
আপনি উপরিউক্ত যে কোন বারে গিয়ে বসে পান করতে পারবেন,কিংবা পার্সেল নিতে পারবেন!
পুরো লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
Drink Responsibly.
Never drink and drive.
#মদখোর কল্যাণ সমিতি
#Happy_Drinking
This comment has been removed by the author.
ReplyDeleteAmar akta Beer lagbe.... Deya dabe
Delete