How to purchase EBL Mastercard Aqua Prepaid Card?ইবিএল মাস্টারকার্ড।

EBL Mastercard, Aqua prepaid card, ebl card, ebl, ebl aqua card, Ebl prepaid card,ebl mastercard,mastercard,ebl aqua, aqua card,mastercard,aqua

বাংলাদেশে অনলাইন শপিং এখন তুমুল জনপ্রিয়। 
 আমাদের দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান Daraz,Pickaboo,Evaly ইত্যাদি থেকে, আমরা বিকাশ, রকেট কিংবা ক্যাশ অন ডেলিভারিতে সহজেই পণ্য কিনতে পারি।

কিন্তু aliexpress.com বা  amazon.com  থেকে পণ্য কিনতে পারি না।

কারণ সেখান থেকে পণ্য কিনতে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড লাগবে।  

আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ড সবাই নিতে পারে না। 

তো ক্রেডিট কার্ড ছাড়া কিভাবে aliexpress বা amazon থেকে শপিং করবেন? 


এক্ষেত্রে আপনি Eastern Bank Limiteddএর ডুয়াল কারেন্সি কার্ড- EBL Mastercard Aqua Peepaid Card নিতে পারেন। 



এই কার্ড দিয়ে আপনি যে সকল সুবিধা পাবেনঃ

১। সকল দেশী ই-কমার্স সাইট(Daraz,evaly,pickaboo etc) থেকে কেনাকাটা করতে পারবেন। 
স্বপ্ন, Agora, Meenabazar ইত্যাদি সুপারশপে বিভিন্ন সময় ডিসকাউন্ট পাবেন। 

২। প্রায় সব বিদেশী ইকমার্স সাইট( ali express, amazon, ebay,flipcart)ইত্যাদি থেকে কেনাকাটা করতে পারবেন। 

৩। Facebook,Google,Youtube. এ সহজেই  বিজ্ঞাপন (boost) দিতে পারবেন।  এতে আপনার পেইজ বা ওয়েবসাইট সহজেই নিজে প্রমোট করতে পারবেন। অন্য কোন এজেন্সির কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। 

৫। Netflix, Amazon prime, Hoichoi এর সাবক্রিপশন নিতে পারবেন। 
এছাড়া অনলাইনে যত কাজ করতে ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন তার সবই করতে পারবেন এর মাধ্যমে। 


কিভাবে নেবেন Ebl Mastercard Aqua Prepaid Card? 


১। আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 

২। আপনার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে নিকটস্থ ইবিএল ব্যাংক এর ব্রাঞ্চ এ চলে যান। 

৩। সেখনে EBL Prepaid Card Application Form ফিলাপ করুন।  

৪। আপনি যদি আন্তর্জাতিক লেনদেন অর্থাৎ aliexpress, amazon,  Netflix ইত্যাদি থেকে পণ্য বা সেবা নিতে চান। তবে অবশ্যই আপনার  পাসপোর্ট নিয়ে যাবেন 
এবং ডলার এন্ড্রোজ করে নিবেন। ডলার এন্ড্রোজ সম্পর্কে না বুঝলে সেখানকার অফিসারকে বলবেন তারাই বুঝিয়ে দিবে। 

এই কার্ড করতে আপনাকে খরচ করতে সর্বমোট  হবে ৫৭৫ টাকা যেখানে ৭৫ টাকা ভ্যাট।  

এই কার্ডের মেয়াদ ৩ বছর। 
অর্থাৎ এই কার্ড আপনি তিন বছর ব্যবহার করতে পারবেন। 

 আশা করছি কিভাবে EBLMastercard Aqua Preapaid Card নিতে হবে আপনারা বুঝতে পেরেছেন। 

যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন।


- Sakhawat Hossen



Comments