বেশ কয়েকদিন ধরে শব্দটি খুব বেশি ববহৃত হচ্ছে। বিশেষ করে সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর।
বলা হয় যে বলিউডের কতিপয় প্রতিষ্ঠিত মানুষের নেপোটিজমের শিকার হয়ে আত্মহত্যা করতে হয় তাকে ।
নেপোটিজম ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে আত্মীয়-পোষণ বা স্বজনপোষণ।
অর্থাৎ কোন প্রতিষ্ঠানে ক্ষমতা বলে যোগ্য ব্যক্তির চেয়ে নিজের আত্মীয় স্বজন কে বেশি সুবিধা প্রদান করা!
এই অবস্থা কিন্তু আমাদের উপমহাদেশে সর্বত্র বিদ্যমান। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা দেখেছি যে স্যার এর কাছে কোন স্টুডেন্ট প্রাইভেট পড়ে সে স্টুডেন্ট কে ওই শিক্ষক এক্সট্রা সুবিধা দিতো, নাম্বার বাড়িয়ে দিতো ইত্যাদি..।
যে কোন অফিসে আমরা দেখি বস যদি কোন স্টাফের রিলেটিভ হয় সে বেশি সুবিধা পায়, প্রমোশন পায় সহজেই। কিন্তু তার চেয়ে যোগ্য কর্মী ও অবহেলিত হয়!
কোথায় নেই এটি? আমাদের রাজনীতিবিদ দের দিকে তাকান? কতজন যোগ্য এদের? বাবা মন্ত্রী হলে ছেলে এমপি হয়ে বাবার মৃত্যুর পর!
কেন ঐ এলাকায় আর কি কোন যোগ্য লোক নেই? এই অযোগ্যরা ক্ষমতায় যায় আর দুর্নীতির পাহাড় গড়ে তোলে..
বস্তুত এর জন্য আমরা ই দায়ী। আমরা যদি নিজ জায়গা থেকে সচেতন হই। যোগ্যকে লোককে তার যোগ্যতা অনুযায়ী সম্মান করি তবেই পরিবর্তন হবে এই কলুষিত সমাজের।
আশা করছি পরিবর্তন আসবেই আমাদের তরুনদের হাত ধরে..
সাখাওয়াত হোসেন।
E-mail: eturgeniv@gmail.com
Comments
Post a Comment